সর্বনাশা মায়াবী রূপ
সর্বনাশা মায়াবী রূপ লাল শাড়ির আঁচলে জড়ানো এক বিষাক্ত মায়াবী রূপ, তাকিয়ে থাকলে থমকে যায় সময়, চারপাশ হয়ে যায় চুপ। সে রূপে কোনো স্নিগ্ধতা নেই, আছে এক তীব্র দহন, যা আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে আমার এই তৃষ্ণার্ত মন। অধরে তোমার কামুক হাসি, চোখেতে অবহেলার রেশ, এই বৈপরীত্যেই তুমি সুন্দর—এক মায়াবী রাজকুমারী বেশ। যেন কোনো এক নিষিদ্ধ গল্পের তুমিই সেই মূল নায়িকা, যার রূপের অনলে পুড়ে ছাই হয় কত শত মনের নীলিকা। অবহেলার ওই শীতল পরশ তোমার রূপকে আরও ধারালো করে, আমি ক্ষতবিক্ষত হই রোজ তোমার ঐ রূপের মরণ-জ্বরে। না পারি তোমায় ঘৃণা করতে, না পারি তোমায় ছেড়ে যেতে, আমি আজীবন বন্দি থাকতে চাই তোমার ওই মায়ার পথে। তুমি এক অলীক কুয়াশা, এক রক্তিম আগুনের খেলা, মায়াবী এই রূপের মায়ায় কাটুক আমার একাকীত্বের বেলা। গোপন প্রিয়া, তোমার ওই অবজ্ঞা মাখানো মায়াবী মুখ, আমার সারা জীবনের দীর্ঘশ্বাস, আর আমার একমাত্র সুখ।