অলস দুপুরের কাব্য
অলস দুপুরের কাব্য
আজ নেই কোনো অ্যালার্মের সুর, নেই কোনো তাড়া, ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে মন যে দেয় না সাড়া। রোদ এসে আজ লুটোপুটি খায় জানলার ঐ পাশে, ছুটির দিনের মিষ্টি আমেজ ঘরেতে ভেসে আসে।
চায়ের কাপে ধোঁয়া ওঠে, সাথে পুরোনো বই, বাস্তব ছেড়ে কল্পনার ঐ নীল আকাশে রই। মুঠোফোন আজ থাক দূরে পড়ে, নিভুক সব কোলাহল, নিজের সাথে সময় কাটুক, স্থির হোক মনের জল।
দুপুর গড়িয়ে বিকেল নামে, নামে অলস ছায়া, বারান্দা থেকে আকাশ দেখা, অদ্ভুত এক মায়া। রান্নাঘরে টুংটাং শব্দ, প্রিয় কোনো সুবাস, ছুটির দিনে হারানো সুখের মেলে যে আশ্বাস।
কাজের চাপে হারিয়ে ফেলেছি নিজেকে যে কতোবার, আজকের দিন শুধুই আমার, নেই কোনো কাজের ভার। একটুখানি জিরিয়ে নেওয়া, নতুন করে বাঁচা, ছুটির দিন মানেই তো মন-পাখির খোলা খাঁচা।
Comments
Post a Comment