কুয়াশাঘেরা গন্তব্য

 

কুয়াশাঘেরা গন্তব্য

দাঁড়িয়ে আছি একলা পথে, সামনে ধূসর ঘোর, জানি না কোন দিকে লুকানো আগামীর সেই ভোর। হাজার প্রশ্ন মাথার ভেতর, উত্তর নেই কারো কাছে, অনিশ্চয়তা ডালপালা মেলে বুকের ভেতর বাঁচে।

আজকে যা আমার পরম আপন, কাল কি থাকবে সাথে? নাকি সবটুকু শূন্য হবে হারানো বিকেলের পাতে? ভাগ্যের এই গোলকধাঁধায় পথ খুঁজে পাই কই? নিজের ভেতর নিজেই আজ এক চরম অবিশ্বাসী সই।

অস্থির এই নিঃশ্বাসগুলো কেবলই সময় গনে, অজানার এই আতঙ্ক দোল খায় অনুক্ষণে। কখনো মনে হয় সব ঠিক হবে, কখনোবা হাহাকার, অনিশ্চয়তা যেন এক দীর্ঘ কালো অন্ধকার।

তবুও এই দোটানাই তো শেখায় লড়াই করে চলা, অজানাকে জয় করাতেই জীবনের আসল কথা বলা। সবকিছুর উত্তর যদি থাকতো আগে থেকেই জানা, তবে তো জীবন হতো এক ছকে বাঁধা জেলখানা।

অন্ধকারকে ভয় পেয়ো না, মেঘ তো কেটে যায়ই, অনিশ্চয়তার ওপারেই হয়তো শ্রেষ্ঠ কিছু পাই। আজকের এই সংশয়টুকু ধুলোয় মিশে যাবে, ধৈর্য ধরো, সময় ঠিকই সব হিসাব বুঝিয়ে দেবে।

Comments