অজেয় অভিযাত্রা
অজেয় অভিযাত্রা
আধার ঘেরা এই রজনীতে হার মেনো না তুমি, পাথুরে পথ পেরিয়েই মেলে সবুজ শস্যভূমি। ঘাম ঝরানো প্রতিটা ক্ষণ লিখছে জয়ের গান, লড়াই করেই টিকে আছে এই লড়াকু সম্মান।
পিছলে পড়া মানেই তো নয় চিরতরে হেরে যাওয়া, পতন শেষে আবার ওঠে নতুন জয়ের হাওয়া। মানুষ তো সেই, যে পাহাড় দেখে হারায় না দিশা, ভোরের আলোয় কাটবেই জানি কষ্টের এই নিশা।
চারপাশে সব বিদ্রূপ আর মিথ্যে বাঁধার দেয়াল, নিজের পথে অটল থেকো, রেখো নিজের খেয়াল। আগুন পুড়েই খাঁটি হয় যেমন তপ্ত সোনা, সংগ্রামেই চেনা যায় মানুষের আসল তিল-কণা।
আজকের এই তপ্ত রোদে পুড়ছে যদি প্রাণ, আগামীকাল তোমার হাতেই আসবে সমাধান। বুকের ভেতর পুষে রাখো অটল বিশ্বাসী বল, সাফল্য ঠিক তোমার হবে, নেই কো কোনো চল।
অন্ধকারের পরেই আসে সোনালি এক রবি, তোমার শ্রমেই আঁকা হবে জয়ের শ্রেষ্ঠ ছবি। সংগ্রাম মানেই তো থেমে যাওয়া নয় কোনোদিন, এটিই সিঁড়ি হতে পারে সেই আকাশ ছোঁয়ার রঙিন।
Comments
Post a Comment