দিনের ক্যানভাস

 

দিনের ক্যানভাস

ভোরের আলোয় মুছে যায় সব রাতের কালো রেখা, নতুন দিনের পাতায় আবার নতুন স্বপ্ন লেখা। পাখির গানে ঘুম ভাঙে আর জাগে নতুন আশা, প্রতিটি সূর্যোদয় যেন এক মুঠো ভালোবাসা।

দুপুর রোদে ক্লান্ত শহর, ব্যস্ত গতির খেলা, জীবন যুদ্ধে কেটে যায় কতো ঘাম ঝরানো বেলা। কেউ বা হাসে, কেউ বা কাঁদে, কেউ বা পথ হারায়, দিনের শেষে সবাই কেবল আপন নীড়েই ফিরায়।

বিকেল বেলা শান্ত নদী, অস্তমিত রবি, আকাশ জুড়ে আঁকা থাকে রঙের মায়া ছবি। একটি দিনের মৃত্যু মানে আরেকটি দিনের আশা, সময়ের এই স্রোতে ভাসে মানুষের যাওয়া-আসা।

যতই আসুক বাধা-বিপত্তি, হার মেনো না আজ, দিনের শেষে সাফল্যটাই হোক বড় কারুকাজ। প্রতিটি দিন নতুন সুযোগ, নতুন এক এক দান, সুন্দর হোক তোমার আগামীর প্রতিটি দিনমান।

Comments