একলা পথের যোদ্ধা
একলা পথের যোদ্ধা
আমার লড়াই আমার সাথেই, নেই কো কোনো সাক্ষী, বুকের ভেতর জমানো ঝড়, ভিজেও ভেজে না আঁখি। বাইরে হাসির প্রলেপ মাখা, ভেতরে ক্ষতর দাগ, নিজের সাথে নিজের চলে ভীষণ অনুরাগ।
সবাই দেখে কেবল আমার কতটুকু হলো জয়, কেউ দেখে না আড়াল করে কতটুকু ছিল ভয়। ভেঙে পড়া আর উঠে দাঁড়ানো— এ এক গোপন খেলা, এভাবেই তো কেটে যাচ্ছে আমার একাকী বেলা।
ক্লান্ত চরণে পথ চলি আজ, চারদিকে সংশয়, নিজের কাছেই নিজেকে রোজ দিতে হয় পরিচয়। হারিয়ে ফেলার ভয়কে আমি করেছি এখন জয়, জেনেছি আমি, লড়তে জানলে পরাজয় কিছু নয়।
কে সাথে আছে, কে দূরে আছে— তা নিয়ে নেই কো আক্ষেপ, নিজের ভাগ্য গড়তে আমি নিচ্ছি নিজের পদক্ষেপ। আমিই আমার শক্তি এখন, আমিই আমার ঢাল, নিজের হাতেই বদলে দেবো আগামীর এই কাল।
দমে যেও না হে মন আমার, রেখো তুমি বিশ্বাস, লড়াই শেষে শান্ত হবে এই অস্থির নিঃশ্বাস। যে যুদ্ধটা একলা লড়ো, তার জয়টাও হবে খাঁটি, তোমার জয়ই চিনিয়ে দেবে তোমার পায়ের মাটি।
Comments
Post a Comment