নিষিদ্ধ মায়ার ঘাতক

 

নিষিদ্ধ মায়ার ঘাতক

চোখের কাজলে ছিল মায়া, আর কথায় ছিল সুর, কিন্তু তোমার ঠোঁটে ছিল এক নেশা, যা আমায় করে বিভোর। এক চিলতে সেই ঠোঁটের কোণে লুকিয়ে ছিল কামুকতা, যা লণ্ডভণ্ড করে দেয় আমার মনের সকল নীরবতা।

সেই রক্তিম অধরে যেন কোনো নিষিদ্ধ মন্ত্রের বাস, একবার তাকালেই বেড়ে যায় বুকের ধুকপুকানি আর নিঃশ্বাস। যেন আগুনের এক লেলিহান শিখা, যা পোড়ায় অতি সন্তর্পণে, তোমার ঐ ঠোঁটের ভাজে আমিই শুধু বন্দি হই প্রতিক্ষণে।

অসংলগ্ন সব ভাবনা আমার, তোমার ঐ ঠোঁটের ছোঁয়ায় পথ হারায়, না ছুঁয়েও সেই তীব্র তপ্ত আঁচ আমার সারা শরীরে ছড়ায়। সে এক অদ্ভুত টান, এক মরণমুখী নেশার গভীর ঘোর, তোমার ঐ অধরেই যেন লুকিয়ে আছে আমার মুক্তি আর ডোর।

প্রকাশহীন এই কামনার দহন, কেবলই আমার একান্ত নিজের, যেখানে তোমার ঠোঁটের জাদুই জয়ী হয়, বাকি সব কিছু মিছে। গোপন প্রিয়া, তোমার ওই রহস্যময় হাসির গভীর কোণে, আমি নিজেকে বিলিয়ে দিই রোজ, নিঃশব্দে আর গোপনে।

Comments