চাহনির মরণ কামড়

 

চাহনির মরণ কামড়

চোখ যেন এক নীল বিষাক্ত তৃষ্ণা, চাহনি তার ধারালো ছুরি, এক পলকেই আমার বুকের সবটুকু শান্তি করে চুরি। সেই চাহনিতে ছিল না কোনো সরল প্রেমের মিনতি, বরং ছিল এক উদ্ধত টান, এক অদ্ভুত ধ্বংসের সম্মতি।

লাল শাড়ির আঁচল ঘেরা সেই কামুক চোখের ইশারা, মুহূর্তেই করে দিল আমায় দিকভ্রান্ত আর দিশেহারা। চোখ যেন এক মায়াবী কুয়াশা, যা আমায় আচ্ছন্ন করে রাখে, নিষিদ্ধ সেই চাওয়ায় তুমি আমায় ডাকো বুঝি নিজের দিকে?

পলকহীন সেই চাহনি আমার সারা শরীরে আগুন জ্বালায়, তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ে স্মৃতির কোনো গভীর ভেলায়। তুমি জানো কি প্রিয়া, ওই চোখের এক চিলতে বাঁকা চাওয়া, আমার সারা জীবনের জন্য এক দীর্ঘশ্বাসের গান হয়ে যাওয়া?

গোপন প্রিয়া, তোমার ওই চাহনি যেন এক মরণ-জুয়া, যেখানে হেরে গিয়েও আমি বারবার পেতে চাই তোমার ছোঁয়া।

Comments