অক্ষরে গড়া আকাশ
অক্ষরে গড়া আকাশ
টেবিল জুড়ে বইয়ের পাহাড়, কলমদানির ভিড়, লক্ষ্য যাদের আকাশ ছোঁয়া, তারা থাকে না স্থির। হাজারো পাতা উল্টে চলে ক্লান্ত চোখের পাতা, স্বপ্নগুলো বন্দী থাকে নীল মলাটের খাতা।
বন্ধুরা যখন আড্ডায় মাতে, তুমি তখন একা, তপ্ত শিখায় পুড়ছো জেনো, সাফল্যের স্বাদ পেতে। প্রতিটি সূত্র, প্রতিটি লাইন দিচ্ছে যে বড় ডাক, অলসতা আজ দূরে সরুক, পেছনে পড়ে থাক।
মা-বাবার সেই আশার চোখে তাকিয়ে দেখো একবার, তোমার জয়ই মুছে দেবে তাঁদের সব হাহাকার। পড়ালেখা শুধু নম্বর নয়, নয় শুধু মুখস্থ পড়া, এ এক কঠিন সাধনা যে ভাই, নিজের ভবিষ্যৎ গড়া।
রাত জাগা ঐ জোনাকি জানে তোমার মনের জেদ, অন্ধকার এই রাত শেষে আসবেই আলোর ভেদ। আজকের এই পরিশ্রম যদি বিষাদ মনে হয়, জেনো, কালকের এই জ্ঞানই দেবে তোমায় বিশ্বজয়।
ধৈর্য ধরো, লড়ে যাও তুমি অক্ষরের এই রণে, বিজয় তিলক আঁকা হবে তোমার ললাট কোণে। কালিতে গড়া এই রাজপথেই আসবে তোমার দিন, জ্ঞানের আলোয় পৃথিবী হবে তোমার কাছে ঋণী।
Comments
Post a Comment