রক্তিম আভায় দহন

 

রক্তিম আভায় দহন

পরনে তোমার লাল শাড়ি, যেন আগুনের এক শিখা, আমার ধূসর ক্যানভাসে আজ কেবল তোমারি নাম লেখা। শাড়ির ভাঁজে লুকিয়ে আছে কত শত মরণ-ফাঁদ, তোমায় দেখলেই ভুলে যাই আমি পৃথিবীর সব বিবাদ।

লাল রঙে আজ মিশে গেছে তোমার সেই ঠোঁটের কামুকতা, যা লণ্ডভণ্ড করে দেয় আমার মনের সকল নীরবতা। অঙ্গ জুড়ে আগুনের আঁচ, লালে লাল চারিদিক, তোমার ঐ রূপের ঝড়ে আমি দিশেহারা, আমি নির্বাক।

শাড়ির আঁচল উড়িয়ে যখন হেঁটে যাও মোর পাশ দিয়ে, এক মুহূর্তের জন্য থমকে যাই আমি সবটুকু প্রাণ নিয়ে। লাল শাড়িতে তুমি যেন এক নিষিদ্ধ কোনো স্বপ্ন-পুরী, আমার রাতের ঘুমটুকু তুমি করেছো যে অতি সন্তর্পণে চুরি।

গোপন প্রিয়া, এই রক্তিম সাজে তুমি বড়ই ঘাতক, তোমার ঐ রূপের নেশায় আমি এক আজন্ম চাতক। লাল শাড়ি আর ঐ তপ্ত অধরের এক অদ্ভুত মায়ায়, আমি হারিয়ে যাই রোজ তোমারি ঐ নিষিদ্ধ ছায়ায়।

Comments