হৃদয়পুরের গোপন প্রিয়া

 

হৃদয়পুরের গোপন প্রিয়া

আমার যত অবাধ্য শব্দ, তোমার কাছেই বন্দি থাকে, মন যে আমার নিভৃতে রোজ তোমারি এক ছবি আঁকে। তুমি আমার সেই কবিতা, যা কোনোদিন হয়নি লেখা, তুমি আমার সেই পথ চলা, যেখানে হয়নি কখনো দেখা।

ভিড়ের মাঝে দাঁড়িয়ে দেখি তোমার মিষ্টি হাসির ছটা, জানতে পারো না আমার বুকে নামছে কেমন বর্ষা-ঘটা। তোমার চোখের গভীর মায়ায় আমিই শুধু ডুব দেই রোজ, তুমি তো রাখো না আমার এই গোপন প্রেমের কোনো খোঁজ।

হয়তো কোনো এক চৈত্র দিনে তুমি ছিলে খুব অন্যমনস্ক, আমি তখন চোখের পলকে পড়েছিলাম তোমার মনের হরফ। তুমি আমার সেই প্রিয়া, যাকে ছোঁয়া বারণ, দেখা মানা, আমার প্রেমের আকাশ জুড়ে একলা ওড়ে তোমার ডানা।

অন্য কারো গল্পে যখন তুমি হও এক রাজকুমারী, আমার আকাশ কালো হয়ে দেয় যে আমায় একাই আড়ি। তবু আমি ভালোবেসেই যাবো, কোনো দাবি বা আবদারহীন, গোপন প্রিয়া, তোমার প্রেমেই কাটুক আমার রঙিন দিন।

একদিন যদি খুব অজান্তে চোখ পড়ে যায় আমার চোখে, বুঝে নিও সব অব্যক্ত ব্যথা, যা আজ লুকানো সবার চোখে। তুমি থাকবে আমার হয়েই, হৃদয়ের এই গহীন ঘরে, যেখানে প্রেম মরে না কভু, শুধু তোমার আশায় বাঁচে মরে।

Comments