অবহেলার নীল বিষ

 

অবহেলার নীল বিষ

লাল শাড়ির ওই অগ্নিশিখায় তুমি ছিলে একাই রানী, কিন্তু চোখের সেই চাহনিতে ছিল শুধুই অবহেলার হাতছানি। কী অদ্ভুত সেই চাওয়া! যেন আমায় চিনেও তুমি চেনো না, আমার এই তপ্ত দহনের তুমি এক কানাকড়িও দাম দাও না।

ঠোঁটের কোণে সেই কামুক হাসি, অথচ চোখে ছিল এক গভীর ঘৃণা, আমি একাই বয়ে চলি বুকের ভেতর যন্ত্রণার ওই ভাঙা বীণা। আমার অস্তিত্ব যেন তোমার কাছে ধুলিকণার চেয়েও তুচ্ছ, তুমি ছড়িয়ে দিলে অবহেলার বিষ, সাজিয়ে তোমার চুলের গুচ্ছ।

সেই চাহনি যেন এক বরফশীতল ছুরির মতন বিঁধল বুকে, আমি তোমায় চেয়েও পাইনি, শুধু পুড়েছি তোমার মিথ্যে সুখে। অবহেলার এই দেয়াল তুলে তুমি হাসলে যখন অবজ্ঞায়, আমার গোপন ভালোবাসা তখন মরে যেতে চায় নিভৃত লজ্জায়।

তবু কেন এই দহন আমার? কেন তোমায় ভুলতে পারি না? অবহেলার এই ঘাতক নেশায় কেন আমি আজীবন দিওয়ানা? গোপন প্রিয়া, তোমার ওই উপেক্ষার চাহনিই আমার শ্রেষ্ঠ ক্ষত, আমি আজন্ম সেই ব্যথাই বয়ে যাবো— এক পরাজিত প্রেমিকের মতো।

Comments