সোনালি রোদের কাব্য
সোনালি রোদের কাব্য
আকাশ জুড়ে নীল আঙিনায় মেঘেরা দিয়েছে ছুটি, সকাল বেলার কাঁচা রোদে আজ হাসছে বনস্পতি। জানলা গলে একফালি রোদ নামলো আমার ঘরে, আলসেমি সব পালিয়ে বেড়ায় রোদের নূপুর স্বরে।
ঘাসের ডগায় শিশির কণা মুক্তো হয়ে হাসে, মাঠের পরে মাঠ ডুবেছে রোদেরই বনবাসে। রোদেলা দুপুর মানেই তো এক স্নিগ্ধ আলোর মেলা, নদীজলে রোদের নাচন, সোনালি রঙের খেলা।
একাকী ঘরের বিষাদ ধুয়ে রোদের পরশ লাগে, বুকের ভেতর নতুন করে বাঁচার আশা জাগে। সবুজ পাতায় রোদের খেলা, পাখিদের কলতান, প্রকৃতি যেন গাইছে আজ এক আনন্দেরই গান।
রোদেলা দিন আমায় বলে— ক্লান্তি কিছু নয়, আন্ধার শেষে আলোর কাছেই আঁধার হবে জয়। ঝলমলে এই দিনটি যেন মায়ার চাদর বোনা, প্রতিটি রোদের কণা যেন এক একটা খাঁটি সোনা।
উজ্জ্বল এই রোদের মতো জীবন উঠুক ভরে, দুঃখগুলো হারিয়ে যাক ওই দিগন্তেরই পরে। চোখ মেলে আজ তাকিয়ে দেখো, আকাশ কত বড়, রোদেলা দিনে আশার প্রদীপ মনের মাঝে গড়ো।
Comments
Post a Comment