তপ্ত অধরের দহন
তপ্ত অধরের দহন
তোমার ঠোঁটের ঐ বুনো নেশায়, মন বারবার পথ হারায়, একটি গভীর গোপন ক্ষত আমার সারা গায়ে ছড়ায়। সেখানে কোনো মমতা নেই, নেই কোনো শান্ত সুর, কেবল এক তৃষ্ণা আছে— যা আমায় টানে বহুদূর।
নিষিদ্ধ সেই অধরে মাখানো এক অদ্ভুত মরণ-ফাঁদ, যেখানে হারাতে গেলেই বাড়ে আমার হৃদয়ের পরম সাধ। তোমার ঐ রক্তিম ছোঁয়ার আভাসে আমি রোজ জ্বলি একা, হাজারো মানুষের ভিড়েও শুধু তোমার ঐ কামুকতার দেখা।
আমি জানি সে এক অনল-দহন, এক চরম আত্মাহুতি, তবুও তোমার ঠোঁটের ঐ মায়াতেই খুঁজি আমার সবটুকু শ্রুতি। একলা ঘরের অন্ধকারে যখন তোমার ঐ অবয়ব ভাসে, আমার সবটুকু সংযম যেন তোমার ঐ অধরের কাছে এসে হার মানে অনায়াসে।
গোপন প্রিয়া, তোমার ওই মায়াবী আর কামুক হাসির মোহে, আমি বন্দি আজীবন, এক অতৃপ্ত প্রেমের সুতীব্র দোহে।
Comments
Post a Comment