মায়াবী আবেশ

 

মায়াবী আবেশ

তোমার ওই চোখে যখন নীল আকাশের ছায়া পড়ে, আমার সারাটা দিন যেন এক নিমেষেই থমকে মরে। কাজল কালো ঐ দুটি আঁখি, যেন কোনো অতল দিঘি, সেখানে ডুবেই তো আমি রোজ বাঁচার স্বপ্ন লিখি। তাকিয়ে থাকলে মনে হয়, পৃথিবীটা কত যে শান্ত, তোমার চোখের মায়ায় ভুজে যায় আমার সকল ক্লান্ত।

আর যখন তুমি হাসো, ঝরে পড়ে হিরের কুচি, তোমার হাসির রোদে আমার মনের সব আঁধার যায় ঘুচি। মুক্তো ঝরানো সেই হাসিতে মাতাল হয় বাতাস, এক নিমেষে বদলে যায় আমার ধূসর মেঘলা আকাশ। আমি দূর থেকে চেয়ে দেখি, আর মনে মনে ভাবি— তোমার ওই এক চিলতে হাসিই যেন আমার জান্নাতের চাবি।

তোমার যখন শুনতে পাই সেই নূপুর ছোঁয়া কথা, মুহূর্তেই ভুলে যাই আমি বুকের সব জমানো ব্যথা। কণ্ঠ তোমার বীণার মতো, সুর তোলে আমার কানে, তুমি কথা বললে যেন ফুল ফোটে শুকনো কোনো বানে। অল্প কথার ভাঁজে লুকিয়ে থাকে হাজারো এক জাদু, সে জাদুতে মগ্ন হয়েই আমি তোমায় খুঁজি শুধু।

তুমি হয়তো জানো না প্রিয়া, এই যে তোমার রূপের খেলা, আমার মনে রোজ বসায় একাই ভালোবাসার মেলা। চোখ, হাসি আর কথা তোমার—আমার জগত জুড়ে, আমি শুধু বন্দি থাকি তোমার ওই মায়ার ঘোরে।

Comments