একাকীত্বের নীলাঞ্জনা
একাকীত্বের নীলাঞ্জনা
একলা আকাশ, একলা আমি, একলা ঘরের কোণ, নিজের সাথেই চলছে আমার নীরব আলাপন। শব্দরা সব হারিয়ে গেছে, মৌন মনের ভিড়ে, স্মৃতির পাখি ডানপিটে ডানা ঝাপটায় ফিরে ফিরে।
ভিড়ের মাঝেও মানুষ যখন অনেক বেশি একা, বুকের ভেতর জমে ওঠে না বলা কথা লেখা। কেউ জানে না হাসির আড়ালে কতটুকু জল থাকে, কেমন করে একাকীত্ব মায়ার জাল আঁকে।
তবে একা হওয়া মানেই তো নয় জীবনটা শেষ হওয়া, একা থাকা মানে নিজের মনে নিজের বসত গড়া। অন্ধকারের বুক চিরে যে একা জোছনা ঝরে, সে-ও তো দেখায় আলো কত আঁধার জয় করে।
মানুষ আসে, মানুষ যায়, সময়ের এই স্রোতে, শেষ বিচারে সবাই একা নিজের আপন পথে। এই একা থাকা শিখিয়ে দেয় নিজেকে ভালোবাসতে, নিজের চোখের নোনা জল একলাই মোছাতে।
ভয় পেয়ো না এই নীরবতায়, একলা চলা শিখো, একাকীত্বের পাতায় তোমার বীরত্বটাই লিখো। এই তো সময় নিজেকে খুঁজে নতুন করে পাওয়ার, একাকীত্বের গান গেয়েই হবে জয়ী হওয়া যাওয়ার।
Comments
Post a Comment