অনুভূতির আলপনা
অনুভূতির আলপনা
সব কথা কি মুখে বলা যায়? কিছু থাকে মনে, গোপন ব্যথার নীল ছোপ যেমন একলা ঘরের কোণে। কখনো মনটা শ্রাবণ মেঘে অঝোর ধারায় ঝরে, কখনো আবার হাসির ছলে মিথ্যে খেলা করে।
বুকের বাঁদিকে চিনচিনে এক চিনতে না পারা ব্যাথা, কাগজ-কলমে ফুরিয়েও যেন ফুরোয় না কোনো কথা। কিছু অনুভূতি জোনাকির মতো ক্ষণিকের আলো জ্বালে, কিছু আবার নোঙর ফেলে স্মৃতির অতল তলে।
কাউকে যখন বড্ড বেশি বলতে চাওয়া হয়, তখনি কেন যেন মনের ভেতর বাড়ে কেবল ভয়। বোঝার মতো মানুষ কই এই যান্ত্রিক শহরে? সবাই চলে যায় পাশ কাটিয়ে নিজ নিজ কুঠরে।
অনুভূতিরা বড়ই বিচিত্র, বড়ই তাদের টান, কখনো তারা বিষাদমাখা, কখনো জয়ের গান। নিজের কাছেই নিজেকে আজ প্রশ্ন করতে বসি— আমি কি তবে একলা পথের বড্ড বেশি দোষী?
মেঘ জমেছে মনে আমার, বৃষ্টি হয়ে নামুক, জমে থাকা সব হাহাকার এবার তবে থামুক। মনের গহীন কোণে লুকিয়ে থাকা যত গোপন চাওয়া, সবটুকু হোক ধুলোয় মেশা এক পশলা হাওয়া।
Comments
Post a Comment