অপ্রকাশিত নীল কাব্য
অপ্রকাশিত নীল কাব্য
সবাই জানুক আমার হাসি, তোমার কাছেই হারুক মন, তুমি তো নও আমার প্রিয়, তুমি আমার নিভৃত কোণ। ভিড়ের মাঝেও তোমাকে খুঁজি, আড়াল করি চোখের জল, গোপন রাখা এই প্রেমে নেই কো কোনো ছলাকলা।
বুকের বাঁদিকে সযত্নে রাখা একটি নাম, একটি মুখ, তোমায় না পেয়েও ভালোবেসে যাওয়া— এ-ও এক সুখ। হয়তো কোনোদিন বলা হবে না, হবে না হাতটা ধরা, তবু তুমিময় আমার এই পৃথিবী, তোমাতেই স্বপ্ন গড়া।
কাছাকাছি এসেও যোজন দূরত্ব, তুমি তো জানো না কিছু, আমি ছায়ার মতো নিঃশব্দে রোজ হাঁটি তোমার পিছু। অন্য কারো গল্পে যখন তোমার হাসি ফুটে ওঠে, আমার আকাশ কালো মেঘে তখন অজান্তেই জোটে।
ব্যথা বাড়ে কি ভালোবাসলে? নাকি চুপ থাকলে বাড়ে? এই উত্তর খুঁজে পাই না আমি মনের কোনো ধারে। তুমি থেকো তোমার মতো, কারো ঘর বাঁধার আশে, আমি নাহয় থাকবো একা— তোমায় ভালোবেসে।
বলা হলো না যে কথাটি আজ, থাক না তোলা থাক, গোপন প্রেমই পবিত্র হয়ে আমার হৃদয়ে পাক। কোনো এক জন্মে যদি আবার আমাদের দেখা হয়, সেদিন নাহয় মুখ ফুটে দেবো সবটুকু পরিচয়।
Comments
Post a Comment