কাজল চোখের মরণ-ফাঁদ
কাজল চোখের মরণ-ফাঁদ
লাল শাড়ির ওই অগ্নিশিখায়, চোখ যেন এক অতল হ্রদ, যেখানে ডুবলে বাড়ে কেবল, বাঁচার তীব্র পরম সাধ। কাজল মাখানো ওই আঁখি দুটি, যেন কোনো মায়াবী বাণ, একবার তাকালেই কেড়ে নেয় আমার এই অবুঝ প্রাণ।
চোখ যেন এক গভীর অরণ্য, যেখানে পথ হারানোই দায়, অচেনা এক ঘোরের টানে, মন আমার সেখানে হারায়। কখনো সেখানে শ্রাবণ মেঘের মতন সজল চাহনি ভাসে, কখনো আবার কামুক নেশায়, মুচকি মায়ায় হাসে।
শাড়ির লালে আগুনের আঁচ, আর চোখেতে সুর্মা কালো, এই বৈপরীত্যেই তুমি যেন, জ্বেলে দিলে নিষিদ্ধ এক আলো। চোখ যেন এক মরণ-জুয়া, যেখানে বাজি ধরেছি বুক, তোমায় চেয়ে থাকাতেই পাই আমি, এক সুতীব্র কষ্টের সুখ।
গোপন প্রিয়া, তোমার ওই চোখের গভীর ইশারায়, আমার রাতের ঘুমগুলো সব, তোমার ওই রক্তিম আঁচলে হারায়।
Comments
Post a Comment