মিষ্টি মুহূর্তের আল্পনা
মিষ্টি মুহূর্তের আল্পনা হাতে একফালি কেক নিয়ে তুমি দাঁড়িয়ে আছো একা, তোমার হাসিতে যেন আজ সারা পৃথিবীর আনন্দ লেখা। লাল শাড়ির আঁচলটা আলতো ছুঁয়ে আছে তোমার হাত, এই দৃশ্যটুকু আমার মনে থাকবে আরও হাজারো রাত। কেকের ওপর জ্বলছে প্রদীপ, নাকি তোমার চোখের আলো? বুঝতে পারি না কোন দৃশ্যটা বাসবে এ মন ভালো। তোমার ঠোঁটের কোণে লেগে থাকা ওই একটুখানি মিষ্টি হাসি, তার চেয়েও মধুর বুঝি তোমার ওই চপলতা রাশি রাশি। সবাই হয়তো খুঁজবে আজ কেকের মিষ্টির স্বাদ, আমি তো দেখবো তোমার চোখে খুশির কোনো অপবাধ। হাতের ওই কেক যেন এক টুকরো সুখের নিমন্ত্রণ, তুমি হাসলে ধন্য হয় আমার এই সারাটা ক্ষণ। এই বিশেষ মুহূর্তটি যেন সময় থমকে থাকে ওখানে, যেখানে তোমার অস্তিত্ব মিশে আছে আমার প্রতিটি গানে। কেক কাটার ওই আনন্দটুকু তোমার জীবন জুড়ে থাকুক, আর আমার স্মৃতিরা দূর থেকে তোমায় ডানা মেলে ঢাকুক।