জোছনার আল্পনায় তুমি

 

জোছনার আল্পনায় তুমি

আকাশে আজ রুপালি চাঁদ, জ্যোৎস্নার ঢল নেমেছে গায়, তুমি কি তবে মিশে আছো ওই স্নিগ্ধ আলোর মোহনায়? তোমার গায়ের বরণ যেন ওই চাঁদের কলঙ্কহীন হাসি, যার মায়ায় আমি নির্ঘুম রাত আজও বড্ড ভালোবাসি।

লাল শাড়িটা জ্যোৎস্নার আলোয় আজ হয়েছে কেমন ফিকে, তুমি যেন এক স্বপ্নপুরীর রাজকন্যা, দাঁড়িয়ে আছো দিগন্তের দিকে। তোমার হাসিতে মুক্তো ঝরে, জ্যোৎস্না হারায় তার লাবণ্য, তোমায় এক পলক দেখেই তো আমার এ জীবন ধন্য।

জোছনা যেমন সবার হয়েও কারো একার নয়, তুমিও তেমন মায়া ছড়িয়ে জাগিয়ে রাখো আমার এ হৃদয়। আমি না হয় চাতক পাখির মতো চেয়েই রইলাম দূরে, তোমার স্মৃতি বাজুক আমার একলা মনের তারে।

রাত বেড়ে যায়, জ্যোৎস্না নামে আমার বুকের বাম ধারে, আমি শব্দহীন এই কথাগুলো পাঠাই তোমারই অগোচরে। ভালো থেকো ওই জোছনা মেখে নিজের হাসির মেলায়, আমি নাহয় থাকবো তাকিয়ে তোমার ওই রূপের ভেলায়।

Comments