হৃদয় যমুনা
হৃদয় যমুনা
আমি এক শান্ত নদী, বয়ে চলি আপন বাঁকে, ক্লান্তি আমার নেইকো বিন্দুমাত্র নিজেরও অগোচরে থাকে। হয়তো কোনো এক পাড়ে ছিল তোমার মায়াবী ছায়া, সে তীরে পড়ে থাক আজ তোমার অবহেলার কায়া।
নদী কি কখনও থমকে দাঁড়ায় কারো না-পাওয়ার টানে? সে তো কেবল বিলীন হতে জানে সাগরের আহ্বানে। আমার প্রেমও তেমন, একতরফা এক গভীর স্রোত, যেখানে নেই কোনো অভিযোগ, নেই কোনো প্রতিশোধের ওত।
তোমার স্মৃতিরা যদি হয় নদীর ওই কূল ভাঙা জল, আমি নাহয় পাথর হয়ে রবো, হবো আরও অচঞ্চল। নদী যেমন ধুয়ে মুছে নেয় মাটির সবটুকু মলিনতা, আমিও তেমন ধুয়ে দেব আজ আমার মনের সব নীরবতা।
নিজের মাঝে খুঁজে পেয়েছি আজ এক গভীর অগাধ জল, আমিই এখন আমার সঙ্গী, আমিই নিজের বল। বয়ে চলব সারাজীবন নিজের ছন্দে, নিজের টানে, মুক্তির নীল আকাশ মিশবে যেখানে নদীর মোহনা পানে।
Comments
Post a Comment