পূর্ণতার অন্য নাম
পূর্ণতার অন্য নাম
ভালোবাসা পূর্ণতা পায় না কেবল মিলনের ওই ক্ষণে, পূর্ণতা সে তো অমর হয়ে রয় ত্যাগেরই এক কোণে। হাতের ওপর হাত রাখাটাই চরম প্রাপ্তি নয়, দূর থেকে তাকে ভালোবেসে যাওয়াও এক মস্ত বড় জয়।
যেখানে নেই কোনো চাওয়ার শেষ, নেই কোনো পিছুটান, সেখানেই বাঁচে প্রেমের প্রদীপ, অমৃতেরই সমান। তুমি সুখে আছো নিজের ভুবনে, নিজের রঙের মেলায়— এইটুকু জেনে তৃপ্ত এ মন, দিনের শেষ বেলায়।
লাল শাড়ির ঐ মায়াবী ছায়া এখন আর পোড়ায় না বুক, তোমার প্রতিটি বিশেষ মুহূর্তই আমার আসল সুখ। অবহেলার ঐ দেয়াল সরিয়ে আমি পূর্ণতা খুঁজে পাই, তোমার হাসিতেই আমার প্রেমের সার্থকতা দেখে যাই।
গোপন ছিল, গোপনই থাকুক আমাদের এই না-বলা কথা, এই পূর্ণতায় মিশে আছে যত পবিত্র নীরবতা। আমি ধন্য যে ভালোবেসেছি প্রতিদানহীন এক টানে, আমার ভালোবাসা পূর্ণতা পেলো আজ নিঃস্বার্থের মানে।
Comments
Post a Comment