নিঃস্বার্থ অর্ঘ্য

 

নিঃস্বার্থ অর্ঘ্য

তোমার কাছে আমার কোনো দাবি ছিল না কোনোদিন, আমি তো চেয়েছি হতে তোমার ছায়ার মতন ঋণ। তুমি আমায় বাসবে ভালো, এমন তো কথা ছিল না, আমার প্রেম তো কেবলই একতরফা এক উপাসনা।

অবহেলার ঐ দেয়াল তুলে তুমি থাকো তোমার মতো, আমি নাহয় আগলে রাখব আমার মনের গভীর ক্ষত। নিঃস্বার্থ এই ভালোবাসায় নেই কোনো পাওয়ার জেদ, দূর থেকে ওই হাসিমুখ দেখা—এতেই সব বিচ্ছেদ।

তোমার আকাশ রঙিন থাকুক, তুমি থাকো সুখে, আমার নামটা না-ই বা এলে তোমার ওই রাঙা মুখে। কামুক ঠোঁটের সেই হাসিটি অন্যের জন্যই থাক, আমার প্রেম নাহয় তোমার অগোচরেই বেঁচে থাক।

ভালোবাসি মানেই তোমায় পেতে হবে এমন নয়, তোমার ভালো থাকাতেই খুঁজে পাই আমার চরম জয়। গোপন প্রিয়া, এই নিঃস্বার্থ প্রেমের নেই তো কোনো শেষ, আমি সারাজীবন এভাবেই থাকব তোমার মায়ার রেশ।

Comments