নিদ্রালু রাতের গান
নিদ্রালু রাতের গান
আকাশের ওই রুপালি চাঁদও এবার দিচ্ছে চোখে ঘুম, চরাচর জুড়ে নেমেছে আজ এক গভীর নিঝুম। নক্ষত্রেরা দিচ্ছে পাহারা তোমার আমার রাত, শান্ত মনে নামিয়ে রাখো সব স্মৃতির সংঘাত।
বালিশে মাথা রেখে এবার বুজো দুটো চোখ, স্বপ্নে আজ কেবলই তোমার নিজের জয় হোক। যাকে তুমি ভালোবাসো, সে থাকুক তার ঘুমে, শান্তি আসুক তোমার কপালে স্বপ্নের এক চুমে।
সবটুকু ভার আজ ছেড়ে দাও ওই অসীম আঁধারে, কাল ভোরে ফের জাগবে তুমি নতুন সূর্যদারে। উদাস এ মন হোক আজ এক শান্ত শীতল নদী, ঘুমের রাজ্যে হারিয়ে যাও তুমি নিজের জন্য যদি।
শুভ্র এই চাদরটুকু জড়িয়ে নাও গায়ে, ব্যথাগুলো সব মিশে যাক আজ নিদ্রারই ছায়ায়। নিদ্রালু এই রাত বলুক—"সবই এখন স্থির", কাল সকালে উঠবে জেগে তুমি এক আত্মবিশ্বাসী বীর।
Comments
Post a Comment