আজকের আমি
আজকের আমি
পুরানো আমি’র দহন ছিল, ছিল একরাশ না-পাওয়া, আজকের আমি’র স্বপ্নে আছে মুক্ত দখিনা হাওয়া। সেদিনের আমি হাত বাড়িয়েছি মায়াবী রূপের টানে, আজকের আমি শান্তি খুঁজি নিজেরই প্রাণের গানে।
অবহেলার সেই রক্তিম আঁচল পুড়ে আজ হয়েছে ছাই, আজকের আমি’র হৃদয়ে শুধু নিজের জন্য ঠাঁই। এক কাপ চা আর নীরবতায় খুঁজেছি নিজেরে আজ, মুক্তির ওই নীল আকাশই এখন আমার মাথায় তাজ।
হারিয়ে যাওয়া সেই মানুষটি আর ফিরবে না কোনোদিন, আজকের আমি শোধ করেছি সবটুকু দহনের ঋণ। আমিই আমার প্রিয় বন্ধু, আমিই আমার ঘর, নিজের মাঝে বসত গড়েছি, নেই যে কোনোই ডর।
আজকের এই আমি’টি বড় শান্ত এবং স্থির, সব পাওয়া আর না-পাওয়ার ঊর্ধ্বে, আমি এক অপলক তীর। নিজেরে ভালোবেসে আজ আমি হয়েছি অনন্য, আজকের এই নতুন আমি’র জীবন যে আজ ধন্য।
Comments
Post a Comment