গোধূলির রঙে তুমি
গোধূলির রঙে তুমি
আকাশের ওই রক্তিম কোণে গোধূলি যখন নামে, তোমায় তখন খুঁজে পাই আমি নীল খামারি খামে। তোমার পরনের লাল শাড়িটা যেন গোধূলির শেষ রেশ, দিগন্ত জুড়ে ছড়িয়ে দিয়েছো এক মায়াবী আবেশ।
আলো-আঁধারির এই সন্ধিক্ষণে তুমিই আমার ধ্রুবতারা, যেখানে এসে থেমে যায় আমার সবটুকু পথহারা। সূর্য যেমন ডুব দিয়ে যায় সাগরের ওই নীল জলে, আমিও তেমন ডুবে মরি তোমার রূপের গভীরতলে।
গোধূলি মানেই তো দিনের বিদায়, এক শান্ত সমর্পণ, আমার ভালোবাসা তেমন নিঃশব্দে করে তোমায় তর্পণ। তোমার চোখে যে গোধূলি বেলা আমি দেখেছি একদফা, সেখানেই শেষ হয়ে গেছে আমার প্রেমের যতো দফা।
তুমি না হয় উজ্জ্বল থেকো নতুন ভোরের রোদে, আমি নাহয় মজে থাকবো তোমার এই গোধূলি আমোদে। বিদায়বেলার এই যে সৌন্দর্য, এটাই তো চরম সত্য, তোমায় ভালোবেসে আমি খুঁজেছি প্রেমের অমরত্ব।
Comments
Post a Comment