নক্ষত্রের আলাপন
নক্ষত্রের আলাপন
আকাশের ওই অগণিত তারা দিচ্ছে আজ পাহারা, আমি কি তবে একলা পথিক, দিকশূন্য আর দিশেহারা? না, আমি তো ওই নক্ষত্রদের মতন একাই জ্বলি, নিজের আলোয় নিজের পথের গোপন কথা বলি।
তুমি হয়তো তাকিয়ে আছো অন্য কোনো তারার পানে, আমি নাহয় মুগ্ধ হবো তোমার ওই দূর সুষমা ধ্যানে। তারারা যেমন কাছে আসে না, শুধু দূর হতে দেয় আলো, আমিও তেমন বাসবো তোমায় নিঃস্বার্থেই ভালো।
অবহেলার মেঘ জমলে পরে নক্ষত্র কি আর মরে? সে তো কেবল আড়ালে থাকে মেঘ কেটে যাওয়ার তরে। আমিও তেমন ধৈর্য ধরে থাকবো নিজের মাঝে স্থির, তুমি আমার রাতের আকাশ, আমি তোমারই নক্ষত্র-তীর।
এই নিস্তব্ধ রাতের তারা সাক্ষী হয়ে থাক— আমি নিজের অস্তিত্বেই খুঁজেছি শান্তির এক নতুন ডাক। লক্ষ তারার মেলায় আমি নিজেরে চিনেছি আজ, মুক্তির ওই নীল আকাশই এখন আমার মাথায় তাজ।
Comments
Post a Comment