নক্ষত্রবীথির নির্জনে

 

নক্ষত্রবীথির নির্জনে

তারাময় এই আকাশের নিচে আজ আমি একা দাঁড়াই, নিজের গভীর গোপন যাতনা নক্ষত্রদের কাছে হারাই। মাথার ওপর কোটি কোটি ওই জ্বলজ্বলে ধ্রুবতারা, সাফল্য কি আর ব্যর্থতা কি—সবই তো আজ দিশেহারা।

তুমি হয়তো দেখছো না এই রাতের নিবিড় ভাষা, আমি তবুও বুনে চলি এক নিঃস্বার্থ ভালোবাসার আশা। এক একটি তারা যেন তোমার এক একটি মধুর স্মৃতি, দূর থেকেই ভালোবেসে যাই—এই তো আমার প্রেমের রীতি।

এই বিশাল মহাবিশ্বে আমি কতোটা ক্ষুদ্র আর একা, তবুও তো আজ নিজের সাথে হলো নিজের প্রথম দেখা। অবহেলার যতো ধুলোবালি আজ ওই আকাশেই মিশে যাক, আমার মনের অন্ধকারটুকু তারার আলোয় মুছে থাক।

তারাময় এই শূন্যতা আজ পূর্ণতা পাক হৃদয়ে মোর, কাল সকালে জাগবো আমি কাটিয়ে এই স্মৃতির ঘোর। এই রাত আমার, এই আকাশ আমার, আর আমার এই শান্তি, মুছে গেল আজ ভালোবেসে পাওয়া সবটুকু দুস্তর ক্লান্তি।

Comments