ক্ষণিকের হৃদয় ও আমি
ক্ষণিকের হৃদয় ও আমি
ক্ষণিকের এই হৃদয়ে আজ কতশত আনাগোনা, কত অভিমান, কত যে স্বপ্ন—হলো না তো কোনো গোনা। সে এসেছিল বসন্ত হয়ে, আমার এই মরা ডালে, ক্ষণিকের ওই পরশটুকু বিলীন হলো মহাকালে।
যে হৃদয় আজ ক্ষণিকের প্রেমে পুড়ছে দহন তেজে, সে জানে না তো কত বিষাদ লুকিয়ে আছে তার ভেজে। লাল শাড়ির ঐ মায়াবী ছায়া ক্ষণিকের তরে এল, আমার এই শান্ত জীবনে ঝড়ের আবাহন দিয়ে গেল।
ক্ষণিকের এই প্রেমটাই কেন চিরস্থায়ী ক্ষত দেয়? কেন এই মন বারবার ওই পুরনো স্মৃতির পিছু নেয়? তবুও তো এই ক্ষণিকের মাঝেই খুঁজে পাই জীবনের মানে, হারিয়ে যাওয়া ওই সুরটুকুই আজ বাজে আমার প্রাণে।
হয়তো সে ছিল ক্ষণিকের ভুল, কিংবা ক্ষণিকের সাজ, তাই তো তারে বিদায় জানাতে বাড়ছে মনের লাজ। এই ক্ষণিকের হৃদয়টুকু সঁপে দিলাম ওই তারার কাছে, যেখানে পাওয়ার দাবি নেই কোনো, শুধুই শান্তি আছে।
Comments
Post a Comment