পূজারী হৃদয়ের প্রেম
পূজারী হৃদয়ের প্রেম
পাওয়ার মোহ ফুরিয়ে গেলেই গভীরতা বাড়ে খুব, যেখানে নেই কোনো হাহাকার, শুধু নীরব এক ডুব। প্রতিদানহীন এই যে ভালোবাসা, এ তো এক সাধনা, যেখানে বিসর্জনেই লুকিয়ে আছে সবটুকু আরাধনা।
পবিত্র সে প্রেম, যা কেবলই ভালোবেসে ধন্য হতে জানে, অন্যের অবহেলাকেও যে বরণ করে নেয় হাসিমুখে, সম্মানে। দাবি নেই, অধিকার নেই, নেই কোনো পাওয়ার ভয়, নিঃস্বার্থ এ হৃদয়ে কেবলই তোমার মঙ্গল কামনাময়।
কামুকতা যখন মুগ্ধতায় মেশে, আর তৃষ্ণা যখন ত্যাগে— তখনই সেই ভালোবাসা স্বর্গীয় রূপে জাগে। গোপন প্রিয়া, তুমি দূরে থেকেও আমার সবটুকু প্রার্থনা, তোমার সুখেতেই শেষ হয় আমার সকল ব্যাকুলতা।
Comments
Post a Comment