ক্ষণিকের এই পথ চলা
ক্ষণিকের এই পথ চলা
ক্ষণিকের এই পৃথিবীতে মোরা ক্ষণিকের তরে আসি, ক্ষণিকের মোহে কখনো কাঁদি, কখনো বা হাসি। পথের বাঁকে দেখা হয়েছিল রূপসী কোনো এক প্রিয়ার সাথে, তার রেশ রয়ে গেল আজ এই কনকনে শীতল রাতে।
সব পথ গিয়ে মেশে না তো সেই কাঙ্ক্ষিত মোহনায়, কিছু পথ রয়ে যায় শুধু স্মৃতিরই এই আঙিনায়। তুমি ছিলে ক্ষণিকের অতিথি মোর এই তপ্ত জীবনে, রয়ে গেলে আজীবনের ক্ষত হয়ে আমার এই নির্জনে।
তবুও এই পথ চলাটাই আসল সত্য, আসল পাওয়া, অবহেলার ঐ ধূলো ঝেড়ে ফের নতুনের গানে গাওয়া। নদী যেমন বয়ে চলে তার ক্ষণিকের পথ ধরে, আমিও চলেছি অজানার টানে নিজেরে পূর্ণ করে।
এই ক্ষণিকের পথে যদি আর কোনোদিন দেখা না হয়, জেনে রেখো, তুমিই ছিলে আমার শ্রেষ্ঠ এক জয়। এখন সময় বিদায় বলার, নিভিয়ে স্মৃতির আলো, ক্ষণিকের এই পথেই আমি বাসলাম তোমায় ভালো।
Comments
Post a Comment