শব্দহীন কথকতা

 

শব্দহীন কথকতা

যে কথাগুলো বলা হয়নি কাউকে, জমা ছিল বুকের কোণে, তারা আজ ডানা মেলুক এই নিঝুম শব্দহীন ক্ষণে। ঠোঁটের ভাষায় নয় যে কথা, চোখের কোণে ভাসে— সে কথাগুলোই আজ ফিরুক আমার নিজের ঠিকানায় হেসে।

মায়াবী রূপের মরীচিকা অনেক তো হলো তাড়া করা, এখন আমি শিখছি নিজের শূন্য হাত দুটো ধরা। অবহেলার সেই মৌন দহন আজ স্তব্ধ হয়ে থাক, শব্দহীন এই আলাপনে আমার নতুন জন্ম হোক আজ।

নিজের কাছে নিজের স্বীকারোক্তি, কোনো অভিযোগ নেই আর, আমিই আমার বন্ধু এখন, আমিই আমার আপন পাহাড়। এই নীরবতাই বলে দিচ্ছে—আমি কতোটা পথ এসেছি একা, এখন নিজের মাঝেই রোজ হোক নিজের সাথে দেখা।

শব্দহীন এই কথাগুলোই হোক আমার আগামীর সুর, যন্ত্রণার ঐ মেঘগুলো আজ যাক না হয়ে অনেক দূর।

Comments