হৃদয়ের গোপন দাবি

 

হৃদয়ের গোপন দাবি

জানালার ওপারে তারারা জানে আমার যতো গোপন চাওয়া, সেখানে নেই কোনো পাওয়ার আশা, নেই কোনো প্রতিদান পাওয়া। একটিবার শুধু দূর থেকে তোমায় হাসিখুশি দেখতে পাওয়া, আমার এই নিঃস্বার্থ প্রেমের এর চেয়ে বেশি নেই কিছু চাওয়া।

তোমার মনের কোনো এক কোণে থাক আমার জন্য একটু দোয়া, আমার এই পবিত্র প্রেম যেন কখনও পায় না কোনো কলঙ্কের ছোঁয়া। তুমি সুখে থেকো নিজের মতো, নিজের গড়া রঙিন দেশে, আমি নাহয় তৃপ্ত থাকবো তোমার ওই দূর হাসিতেই মিশে।

গোপন থাকুক আমার এ কান্না, গোপন থাকুক দীর্ঘশ্বাস, তোমার ভালো থাকাটাই হোক আমার চিরন্তন বিশ্বাস। লাল শাড়ির ঐ মায়াবী সাজে তোমায় যখন দেখবে সবাই, আমি তখন নিভৃতে বলবো—"তোমার খুশিতেই আমার বড়াই।"

এই তো আমার গোপন চাওয়া, এই তো আমার শেষ মিনতি, তোমার জীবনে যেন কখনও না লাগে কোনো বিষাদের অতি। আমি একাই বয়ে বেড়াবো আমাদের এই না-বলা কথা, আমার পূর্ণতা আজ তোমার হাসি, আর আমার পবিত্র নীরবতা।

Comments