ভোরের নতুন গান
ভোরের নতুন গান
পুরানো রাতের যতো বিষাদ, যতো ছিল লুকানো জল, ভোরের প্রথম আলোয় তারা হলো আজ টলমল। মায়াবী রূপের নেশায় অনেক তো পুড়লে একলা একা, এবার না হয় নতুন ভোরের সোনালী রোদেই হোক দেখা।
অবহেলার ঐ ধূসর চাদর সরিয়ে ফেলে দাও দূরে, নতুন বছর ডাকছে তোমায় এক অজানা শান্ত সুরে। যে প্রিয়া তোমার মূল্য বোঝেনি, সে থাকুক তার মতো, নতুন সূর্য সারিয়ে দিক তোমার মনের যতো ক্ষত।
এ ভোর মানেই নতুন আশা, এ ভোর মানেই মুক্তি, যন্ত্রণার ঐ পাহাড় ডিঙানোর এক কঠিন অনন্য যুক্তি। নিজের চোখে নিজেকে দেখো, তুমি কতোটা অমূল্য, তোমার পবিত্র এই হৃদয়ের নেই যে কোনোই তুল্য।
মুক্তির ঐ নীল আকাশে তাকিয়ে এখন হাসো খুব, ভোরের স্নিগ্ধতায় এবার নিজের অস্তিত্বে দাও ডুব।
Comments
Post a Comment