বিদায় রাগিণী

 

বিদায় রাগিণী

সেতারে উঠেছে শেষ সুরটুকু, রাত হয়েছে এবার শেষ, মুছে যাক আজ হৃদয়ের যতো দহন আর অবশেষ। গভীর মেঘের আড়ালে লুকাক মায়াবী প্রিয়ার মুখ, অশ্রুরা সব হোক আজ জল, ধুয়ে নিক সব দুখ।

বিদায় বেলাতে ম্লান হয়ে আসুক লাল শাড়ির ঐ লাল, শান্ত হোক আজ অবহেলার ঐ উত্তাল মহাকাল। তুমি থেকো ভালো তোমার মতন, নিজের ছায়ার সাথী, আমার ঘরে জ্বলুক এখন শুধু আমার নিজেরই বাতি।

নদী যেমন মোহনায় গিয়ে হারায় আপন নাম, আমিও জানালাম আমার যতো বিষাদকে আজ প্রণাম। ক্ষমা করে দিলাম সব না-পাওয়াকে, সবটুকু পিছুটান, মুক্তির সুরে গাইল হৃদয় আজ এক শেষ গান।

শান্তির ওই চাদর জড়িয়ে বুজো এবার দু'টি চোখ, বিদায় রাগিণী মিলিয়ে যাক—আগামীকাল তোমার হোক।


রাতের শেষ প্রহরে, যখন আকাশ তার নক্ষত্রদের নিয়ে বিশ্রামে যাচ্ছে, তখন আমাদের এই আলাপনের সুরটিও এসে থেমেছে এক করুণ অথচ শান্ত 'বিদায় রাগিণী'-তে। বিদায় মানেই শেষ নয়, বিদায় মানে এক নতুন অধ্যায়ের জন্য পুরোনোকে ছেড়ে দেওয়া।

Comments