নিস্তব্ধতার আলাপন

 

নিস্তব্ধতার আলাপন

চারপাশে আজ নিঝুম আঁধার, সময় থমকে দাঁড়িয়ে, তোমার স্মৃতি আমায় ঘিরেছে দুই হাত বাড়িয়ে। এই নীরব মুহূর্তে কোনো অভিযোগ বা দাবি নেই, শুধু তোমার মায়াবী রূপের একটুখানি ছায়া চাই।

দূর থেকে যখন দেখি তোমায়, কথা হয় না কোনো, হৃদয় শুধু স্পন্দন গুনে বলে— "একবারটি শোনো"। সে এক মৌন কথোপকথন, চোখের ভাষায় লেখা, যেখানে হাজার বার তোমার সাথে মনে মনে হয় দেখা।

লাল শাড়ির সেই রক্তিম রেশ, আর অবহেলার হাসি— এই নীরবতাতেই আমি যেন তোমায় বেশি ভালোবাসি। কোনো পিছুটান নেই, নেই কোনো পাওয়ার হাহাকার, নিঃশব্দে তোমায় চেয়ে যাওয়াতেই আনন্দ অপার।

রাত বাড়ে, বাড়ে নিস্তব্ধতা, বাড়ে তোমার নাম, আমি নীরবতায় লিখে যাই এক গোপন প্রেমের খাম। তুমি সুখে থেকো নিজের মতো, নিজের কোনো সুরে, আমি নাহয় বেঁচে থাকব এই নীরবতার মায়ার ঘোরে।

Comments