দূরবীন চোখে এক পলক

 

দূরবীন চোখে এক পলক

আজ তোমার জন্মদিন, উৎসব চলুক তোমার আঙিনায়, আমি না হয় রইলাম দূরে, একলা কোনো ছায়ায়। কাছে গিয়ে বলব না আজ "শুভ হোক এই ক্ষণ", দূর থেকে দেখে যাওয়াতেই শান্তি খুঁজে পায় এ মন।

ভিড়ের মাঝে উজ্জ্বল তুমি, লাল শাড়ির ঐ সাজে, আমি শুধু এক অপলক দর্শক, তোমার রূপের ভাঁজে। তোমার হাসি, তোমার কথা—সবই দূর থেকে শোনা, আমার ভাগ্যে আজ শুধু তোমার ওই রূপের ছবি বোনা।

ছুঁতে পারার সাধ্য নেই মোর, নেই যে কোনো দাবি, তুমিই আমার বদ্ধ ঘরের সেই রূপালি চাবি। অবহেলার ঐ দেয়াল ডিঙিয়ে কাছে যাওয়ার সাহস নাই, দূর থেকে ওই হাসিমুখ দেখেই আমি মুক্তি খুঁজে পাই।

বেঁচে থাকো নিজের মতো, নিজের রঙের মেলায়, আমি না হয় সিক্ত হবো তোমার রূপের এই অবেলা। শুভ জন্মদিন প্রিয়া, দূর থেকেই রইল এই দান— আমার নীরব প্রার্থনা আর এক বুক অভিমান।

Comments