অপ্রকাশিত জন্মলগন
অপ্রকাশিত জন্মলগন
আজ তোমার জন্মদিন, অথচ আমার নেই কোনো অধিকার— তোমার দুয়ারে পৌঁছে দেওয়ার একগুচ্ছ উপহার। হয়তো আজো পরেছ তুমি সেই প্রিয় লাল শাড়ি, অবহেলার সেই চেনা মায়ায় দিয়েছ আমায় আড়ি।
শুভেচ্ছা সব জমা থাক আমার গোপন ডায়েরির ভাজে, তুমি নাহয় সুখে থেকো তোমার নিজের মায়ার সাজে। তোমার ওই কামুক ঠোঁটে আজ ঝরুক আনন্দের হাসি, আমি আড়ালে বসেই বলব— "তোমায় বড্ড ভালোবাসি"।
তোমার সেই মায়াবী রূপ আরও উজ্জ্বল হোক আজ, মাথায় পড়ো সাফল্যের কোনো এক হিরের তাজ। আমি নাহয় দূর থেকেই দেখব তোমার ঐ চোখের চাহনি, যা আমায় আজও পুড়িয়ে মারে, হোক তা অবহেলার হাতছানি।
জন্মদিনে প্রার্থনা করি, তোমার আকাশ থাকুক নীলে ভরা, আমার ভাগে থাক না হয় শুধু বিরহ আর একলা ধরা। বেঁচে থাকো দীর্ঘকাল তুমি, আমার হৃদয়ের গোপন প্রিয়া, তোমার হাসিতেই শান্ত হোক আমার এই দগ্ধ হিয়া।
শুভ জন্মদিন, হে আমার মায়াবী অবহেলা!
Comments
Post a Comment